বগুড়ায় পৌর কৃষক লীগের কর্মীসভা

207

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়ার ২১টি ওয়ার্ডকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে কর্মীসভা করেছে পৌর কৃষক লীগ।

শনিবার বিকেলে শহরের খাজাপাড়া অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

পৌর কৃষক লীগের আহবায়ক মাসুদ রানা সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।

এসময় তিনি বলেন, বর্তমানে কৃষক লীগ একটি শক্তিশালী সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে কৃষক লীগ সুসংগঠিত হয়ে উঠেছে। কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি এমপির দিক নির্দেশনায় তৃনমূলপর্যায়ে সাংগঠনিক গতিশীল বৃদ্ধির লক্ষ্যে কৃষক লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

আজকের এ কর্মী সভার মাধ্যমে বগুড়া পৌর এলাকার ২১টি ওয়ার্ডে কৃষক লীগের কমিটিকে আরো শক্তিশালী করতে হবে। কমিটিগুলোতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মধ্যদিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে। সেই সাথে সকলের সহযোগিতায় আগামী দিনে পৌর কৃষক লীগ একটি মডেল কৃষক লীগে রুপান্তর করতে হবে।

পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক তাহিয়াতুল কাবীর রাব্বুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও পৌর কৃষক লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা হেলাল উদ্দিন, জেলা কৃষক লীগের পানি বিদ্যুৎ ও সেচ বিষয়ক সম্পাদক খন্দকার মিজানুর রহমান, সদস্য বজলুর রহমান বকুল, আব্দুল হাই শেখ, শহর কৃষক লীগ নেতা হানিফ, মাসুদ করিম, সাইফুল ইসলাম, নাজির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হামিদুল হক, সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, ৮ নম্র ওয়ার্ডের সভাপতি প্রদীপ কুমার, ১৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।