সারিয়াকান্দি ভেলাবাড়ী ইউনিয়নে ২৮টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

447

শিবলী সরকার, সারিয়াকান্দি(বগুড়া)থেকেঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০২০/২১ অর্থ বছরের অধিনে ২লাখ ৩৬ হাজার টাকা ব্যায়ে ২৮ টি দুস্থ্য পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৬ই সেপ্টেম্বর ২০২১ সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সেলাই মেশিন বিতরণ কাজের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া। এসময় ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিনের সভাপতিত্বে সেলাইমেশিন বিতরণ পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় বিশেষ অতিথি ছিলেন, সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ভুমি দেওয়ান একরামুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম নাদির, জনসাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সুলতান মাহমুদ, ইউপি সচিব ফেরদৌস আলম প্রমুখ। এছাড়াও ইউপি সদস্য সমুহ, সাংবাদিক এবং স্থানীয় সূধীজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে একই প্রকল্পের আওতায় ৭ লাখ ৩হাজার টাকা ব্যায়ে বাশহাটা এবং জোরগাছা এলাকায় ৩১০মিটার দুইটি সিসি ঢালায় রাস্তার কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া।