ঝুমন দাসের মুক্তির দাবিতে উদীচী বগুড়ার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

217
প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক নিপীড়নের শিকার , ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে অদ্যই ৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টা ৩০ মিনিটে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী বগুড়ার সভাপতি মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়ার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ফরিদ, বাসদ বগুড়ার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, কৃষক সমিতি বগুড়ার সভাপতি সন্তোষ কুমার পাল, টিইউসি বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, উদীচী বগুড়ার সহ-সভাপতি এ্যাড লুৎফর রহমান, থিয়েটার আইডিয়া বগুড়ার পরিচালক নিভা রাণী, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, উদীচী বগুড়ার সাংগঠনিক সম্পাদক সনি কর্মকার, ছাত্র ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “ফেসবুকে স্ট্যাটাস দেয়া কি হামলা-লুটপাটের চেয়েও বড় অপরাধ? যারা পুরো গ্রামে তাণ্ডব চালাল, গ্রামের সব বাড়ি ভাঙচুর করল তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া সবাই জামিন পেয়ে গেছে। অথচ ঝুমন দাস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রায় ৫ মাস ধরে জেলে আছে। এ পর্যন্ত সাত বার তার জামিন নামঞ্জুর করা হয়েছে।
এ ধরনের ঘটনায় রাষ্ট্রীয় কঠোরতার বিপরীতে ভিকটিমের প্রতিই রাষ্ট্রের কঠোরতা দৃশ্যমান, যা স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ একইসঙ্গে সংবিধান পরিপন্থী। এমতাবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ঝুমন দাস আপনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত সকলের নিঃশর্ত মুক্তির দাবি করছি।
সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনায় প্রতিবাদী গান পরিবেশন করেন কামরুন মনিরা ডালিয়া, সজীব, পিউ, শ্রেয়া, জয়দেব, জুয়েল, শুভ।
উল্লেখ্য ঝুমন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। গত ১৬ মার্চের ওই স্ট্যাটাসের পর তাকে ধরে নিয়ে যায় পুলিশ। ২২ মার্চ পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে তার নামে মামলা করে।
বক্তারা ঝুমন দাসের মুক্তির পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান।