জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ নন্দীগ্রামে পাঠানের ব্যবস্থা করলেন এম পি মোশারফ হোসেন

262

কাহালু (বগুড়া) প্রতিনিধি

বৃহস্পতিবার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের তালুকদার টেগর গ্রামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়–য়া মেধাবী ছাত্র আল আমিন (লেবু) ঢাকার আল-মারকাজুল ইসলামী হাসপাতালে মারা যান। (ইন্না—রাজেউন)। সংবাদ পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বৃহস্পতিবারের সিলেট যাওয়ার প্রোগ্রাম বাতিল করে ঐ হাসপাতালে গিয়ে লেবুর মামা ও আতœীয় স্বজনদেরকে শান্তনা দেন এবং অ্যাম্বুলেন্সে করে তার লাশ নন্দীগ্রামে পাঠানের সমস্ত ব্যবস্থা করে দেন। এম পি মোশারফ হোসেন আল্লাহর কাছে ফৈরিরাত জানান, হে আল্লাহ তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আল আমিন লেবুকে জান্নাত দান করুন। আমিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন লেবুকে এম পি মোশারফ হোসেন সময়ই সার্বিকভাবে সহযোগিতা করে আসছিলেন। আল আমিন লেবু ২ দিন ধরে হঠাৎ জ্বরে ঢাকার আল-মারকাজুল ইসলামী হাসপাতালে ভর্তি ছিলেন।