দুপচাঁচিয়াতে ৪০ টি মন্ডপে শ্বারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

210

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ শরৎকালে হিন্দু(সনাতন)ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দূর্গাপূজা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ৪০ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে প্রতিটি পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে।দুপচাঁচিয়া উপজেলায় ৪০ টির পূজা মন্ডপ হলো পৌরতে ১৪টি,তালোড়া পৌর এলাকায় ৬টি,গোবিন্দপুর ইউনিয়নে ৭টি,গুনাহার ইউনিয়নে ৩টি, চামরুল ইউনিয়নে ২টি,জিয়ানগর ইউনিয়নে ১টি ও তালোড়া ইউনিয়নে ৭টিতে পূজা অনুষ্ঠিত হবে।
মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির পাওয়ার জন্য সকল হিন্দু(সনাতন) ধর্মের ধর্মালম্বীরা মা দূর্গা কাছে প্রার্থনা করবেন বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি একথা জানান।তাদের কাছে আসা তথ্যমতে এখন পযর্ন্ত এ উপজেলায় ৪০টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।