শাজাহানপুরে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

224

সংবাদ বিজ্ঞপ্তিঃ

“মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার ” স্লোগানে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা শাজাহানপুর উপজেলা অন্তর্গত মাদলা ইউনিয়নে, চাঁচাইতারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা ও কর্মসূচির উদ্বোধন করেন শাজাহানপুর থানার কৈগাড়ি পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সৈকত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রণি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার যুব উন্নয়ন ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার ফজলে রাব্বি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান মিজান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সংগঠনের জেলার সহ সভাপতি ইসরাফিল হোসেন ও বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসাইন এবং মাদলা ইউনিয়ন শাখার সভাপতি – মোঃ শাহরিয়ার ফাহিম, সাধারণ সম্পাদক, সানশাজ হাসান, মাদলা ইউনিয়ন শাখার সকল নেতৃবৃন্দ সহ শাজাহানপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সারা বাংলাদেশের ন্যায় বগুড়া জেলা শাখার উদ্যোগে বিভিন্ন উপজেলা, ইউনিয়নে নিয়মিত বৃক্ষরোপণ করে যাচ্ছে। পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এর বিকল্প কিছুই হতে পারে না।