সান্তাহারে স্মার্ট জাতীয় পরিচয় পত্র উদ্বোধন করলেন নির্বাচন কমিশনার কবিতা খানম

211

শিমুল হাসান, আদমদীঘি প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের এইচ,এ, পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। (১৫ সেপ্টেম্বর) বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলেয়ে আমাদের দেশের জাতীয় পরিচয়পত্রও স্মার্ট পরিচয়পত্র করা হয়েছ। যারা ১৮ বছরের উপরে তারা প্রত্যেকের কাছেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌছে দিবো। জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে তিনি বলেন, জাতীয় পরিচয় সংশোধনের জন্য কাউকেই নিবার্চন অফিসে যাওয়ার প্রয়োজন হবে না ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পরিচয় পত্র সংশোধন করা যাবে। এই দিন বেলা ১১.০০ টায় সান্তাহার পৌর শহরের এইচ,এ,পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে উপজেলার নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কবিতা খানম। বগুড়া জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও আদমদীঘি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম,বগুড়ার বিপিএম-সেবা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো:মাহবুব আলম শাহ্ ,আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়,সান্তাহার পৌরসভার মেয়র,তোফাজ্জল হোসেন ভুট্টু। এছাড়া উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।