পাইকড়ে সত্য ঘটনাকে ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগে হয়রানি!

267

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউপির খিয়ার ভূগোইল গ্রামে সত্য ঘটনাকে ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগে ৩ যুবককে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকড় ইউপির খিয়ার ভূগোইল গ্রামের জনৈকা মহিলা রেশমা খাতুনের বাড়ীতে গত ১০ সেপ্টেম্বর রাতে পরকীয়া প্রেমের সাড়া দিতে গিয়ে মিলন নামের যুবক জনতা কর্তৃক ধৃত হয়। এ ঘটনায় ওই রাতেই ধৃত মিলনকে কিছুটা শাসন করে স্থানীয়ভাবে মিমাংশা করে দেয়। উক্ত ঘটনাকে অন্য খাতে নেওয়ার জন্য ওই নারী বাদী হয়ে পরদিন ১১ সেপ্টেম্বর একই এলাকার রুবেল, আশরাফুল ও হাবিবুর রহমান নামের ৩ যুবককে সত্য ঘটনাকে ধামা চাপা দিয়ে বিভিন্ন মিথ্যা ঘটনায় কাহালু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় কাহালু থানার এসআই আলামিন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করেছেন। উক্ত ঘটনার সঠিক তদন্তের জোর দাবী জানান সচেতন মহল।