শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে সততা নিষ্ঠা জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হবে-আজিজুল হক

196

রশিদুর রহমান রানা শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগ্য কন্যা জননেত্রী দেশরতœ বিশ্বের প্রথম সারির ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান এর মধ্যে তৃতীয় তম এবং দেশের দেশ পরিচালনার সচ্ছতা, নিষ্ঠা, দেশপ্রেম, উন্নয়নের রোল মডেল আধুনিক বাংলাদেশের রুপকার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা বলেছেন, জন প্রতিনিধি নির্বাচনের ব্যাপারে সততা, নিষ্ঠা, জনপ্রিয়তা, কর্মীবান্ধব মেধাদেরকে মনোনয়ন দেওয়া হবে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জন নেত্রী শেখ হাসিনার নির্দেশনার মেনে চলা হবে। কে›দ্রের নির্দেশনার অনুযায়ী প্রতিটি ইউনিয়ন থেকে নির্বাচনে অংশ্রগহণ কারী সম্ভব্য প্রার্থীদের নামের তালিকা জীবন বৃত্তান্তসহ বিভিন্ন তথ্যবলি ৭ দিনের মধ্যে প্রেরণ করতে হবে। তাই যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রার্থী হতে চাই তাঁরা কেন্দ্রীয় ও জেলার নেতাদের নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটি মাধ্যমে কেন্দ্রে প্রেরণের জন্য আহ্বান করেন। তিনি বুধবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক কর্মী সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন, এমএ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, যুগ্ম সম্পাদক হাবিবুর আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহাজাদা চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিদের মধ্যে দুলা সরদার, শহিদুল ইসলাম, শাহজাহান কাজী, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের মধ্যে মিজানুর রহমান, মেহেদুল ইসলাম, মোজাফফর হোসেন,সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, এসএম রূপম, আব্দুল হাই প্রধান, রেজাউল করিম চঞ্চল, বেলাল হোসেন, আব্দুল করিম, দেলোয়ার হোসেন, রাজা চৌধুরী। উক্ত কর্মী সভায় উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।