সান্তাহারে ২০ শয্যা হাসপাতাল চালু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

233

শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভায় অবস্থিত ২০ শয্যার সান্তাহার হাসপাতাল দ্রুত চালূ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সান্তাহার প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৬ সালে এই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। পরে নানা জটিলতায় এটি চালু হয়নি। দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর হাপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে। কিন্তু হাসপাতালের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও বর্তমানে হাসপাতালে লোকবল নিয়োগ না হওয়া ও আসবাবপত্র না থাকায় এটি চালু হচ্ছে না। মানবন্ধন থেকে দ্রুত হাসপাতালটি চালু করে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহবান জানানো হয়। সান্তাহার শহর থেকে আদমদীঘি উপজেলা সদরের দুরুত্ব প্রায় আট কিলোমিটার এ কারনে এ এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পাওয়া নিয়ে সমস্যায় রয়েছে বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন। সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক খায়রুল ইসলাম, রবিউল ইসলাম, হারেজুজ্জামান হারেজ, সাগর খান, তোফায়েল হোসেন লিটন, সহকারী অধ্যাপক মাসুদ রানা, বিএনপি নেতা মাহাফুজুল হক টিকন, ব্যবসায়ী ময়েন উদ্দিন, যুবনেতা মাহফুজুর রহমান লিটন, মাসুদ রানা, সাংবাদিক মমতাজুর রহমান, আবু বক্কর সিদ্দীক, নয়ন হোসেন প্রমূখ। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।