কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় ঘনঘন বিদ্যুতের লোডশেডিং এর কথা সংসদে আলোচনা করলেন এমপি মোশারফ হোসেন

207

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদে কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় ঘনঘন বিদ্যুতের লোডশেডিং কথা সংসদে আলোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম (৩৯)। ঘনঘন বিদ্যুতের লোডশেডিং কারণে আমার নির্বাচনী এলাকা বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম উপজেলার মানূষ অতিষ্ঠ। তিনি আরও বলেন, লোডশেডিং নামে ঘন্টার পর ঘন্টা বিদ্যু থাকে না। একটু বৃষ্টি ও মেঘ দেখলেই বিদ্যুৎ টান দেওয়া হয়। অথচ ২/৩ বছর পূর্বে কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় শতভাগ বিদ্যুৎ আয়রন করা হয়েছে। এছাড়া তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল, কাহালু হাসপাতাল ও নন্দীগ্রাম হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা সংসদে তুলে ধরেন এবং তা সমাধানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।