চোরের পিতা কর্তৃক কাগইল বণিক সমিতির সদস্যদের উপর মিথ্যা মামলা করার প্রতিবাদে মানব বন্ধন

263

ইমরানুল হকঃ বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের কাগইল বাজারে অবস্থিত আমিন জুয়েলার্স নামক স্বর্ণের দোকান চুরির ঘটনায় চোর সাদেকুল-কে থানা পুলিশে সোপর্দ করার কারণে চোরের পিতা সাইদুল কর্তৃক কাগইল বণিক সমিতির সদস্যদের উপর মিথ্যা মামলা করার প্রতিবাদে ও দ্রুত মামলা প্রত্যাহারের দাবীতে ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে কাগইল বাজার তিন মাথা মোড়ে কাগই বণিক সমিতির সদস্যরা ও এলাকার সচেতন মহলের আয়োজনে মানব বন্ধন করেন। জানা যায়, গত ১৬ জুলাই দিবাগত রাতে কাগইল বাজারে অবস্থিত আমিন জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে প্রায় সাড়ে ৪ ভরী ওজনের স্বর্ণ ও ১২ ভরি ওজনের রুপার সামগ্রী যার আনমানিক মূল্য প্রায় চার লক্ষ টাকা চুরি হয়। পরে ০২/০৮/২১ইং এনামুল হক মিঠু বাদী হয়ে মামলা দায়ের করেন এবং চোরকে পুলিশে সোপর্দ করেন।এর ধারাবাহিকতায় চোরের পিতা বাদী হয়ে কাগইল বণিক সমিতির ৬জন সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কাগইল তিন মাথা মোড়ে মানবন্ধন করা হয়। এই মানব বন্ধনে বক্তব্য রাখেন কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, সমিতির সভাপতি আজিজুল হক স্বপন, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সদস্য এম এ সাইদ, দূর্জয়, ছাত্তার, শাহিন, রেজাউল করিম প্রমূখ।