মহান শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়ন বগুড়ার ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

110

প্রেস বিজ্ঞপ্তি

অদ্যই ১৭ই সেপ্টেম্বর ২০২১ ইং শুক্রবার সকাল ১১ টায় ঐতিহাসিক সাতমাথায় ৫৯ তম মহান শিক্ষা দিবস উপলক্ষে ৬ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন এবং সমাবেশ পরিচালনা করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক আদনান আজিজ চৌধুরী, বগুড়া জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদ, শাহ সুলতান কলেজ সংসদের সহ-সভাপতি পবিত্র কুমার মাহাতো, আজিজুল হক কলেজ সংসদের সাধারণ সম্পাদক সাগর পারভেজ, প্রীতিলতা ব্রিগেডের সমন্বয়ক জাফরিন সুলতানা জয়ী প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা বগুড়ায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা অবিলম্বে বাস্তবায়ন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের সকল বেতন ফি মওকুফ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর উপর আরোপিত কর প্রত্যাহার, শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যকীকরণ বন্ধকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, করোনাকালে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে রাষ্ট্রীয় প্রণোদনা ঘোষণা এবং সরকারি ব্যবস্থাপনায় সম্পুর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের ডোপ টেস্টের ব্যবস্থাকরণের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।