বগুড়ায় হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রয়ের উদ্বোধন

218

ইমরানুল হকঃ বগুড়ায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১মাসে প্রতি কার্ডে ৩০ কেজি করে স্বল্পমূল্যে ১০টাকা কেজি দরে ডিলার ও ট্যাগ অফিসার গণদের সমন্বয়ে বিক্রয় সেবা দিতে দেখা যায়। সোমবার (২০সেপ্টেম্বর২১) সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর বন্দরে ডিলার শহিদুল ইসলাম এর দোকানে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ছিলেন চিঙ্গাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জাকির হোসেন। হাজরাদিঘি বন্দরে ডিলার জাহাঙ্গীর আলম ছানোয়ার এর দোকানে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ছিলেন এসএম মেহেরুল ইসলাম উপ-সহকারি কৃষি কর্মকর্তা। গোকুল ইউনিয়নের হরিপুর বন্দরে ডিলার শাহজাহান এর দোকানে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ছিলেন সাদেকুর রহমান ম্যানেজার পল্লী সঞ্চয় ব্যাংক। চাদমুহা বাজারে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ছিলেন আবুল কালাম আজাদ, পল্লী সঞ্চয় ব্যাংক মাঠ সহকারি বগুড়া। এছাড়া গোকুল হল বন্দরে ডিলার নুর আলম সুইট, গোকুল বন্দরে সাইফুল ও ছামসুলের দোকানেও ১০টাকা কেজি দরে চাল বিক্রয় করতে দেখা যায়।