শাজাহানপুরে মেয়ের উত্যক্তকারীদের বিরুদ্ধে বিচার চাইতে যাওয়ার পথে বাবার মৃত্যু

551

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মেয়ের উত্যক্তকারীদের বিরুদ্ধে বিচার চাইতে স্থানীয় কাউন্সিলরের কাছে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ইয়াছিন আলী (৫৫) নামে এক বাবার মৃত্যু হয়েছে। ইয়াছিন আলী শাজাহানপুর উপজেলার অন্তর্গত বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের মাদলা পুর্বপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। এবিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদি হয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইয়াছিন আলীর ছেলে আবুল কালাম মাদলা পুর্বপাড়ায় বাড়ির পাশে একটি পুকুর পত্তন নিয়ে মাছ চাষ করেন। কিন্তু ওই পুকুরে যাওয়ার রাস্তায় মাদলা দক্ষিণ-পূর্বপাড়ার হবিবর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও তার মামা বুলু প্রামানিক ওরফে নারু (৬০) বাঁশের বেড়া দেয়। এনিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জের ধরে জাহিদুল ও তার সহযোগীরা রোববার বিকেলে তার (কালামের) বড় বোনকে রাস্তায় উত্যক্ত করে। প্রতিবাদ করলে জাহিদুল ও তার সহযোগীরা তাকে মেরে ফেলা সহ বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দেয়। এনিয়ে তার বাবা ইয়াছিন আলী আতঙ্কিত হন। সোমবার সকালেও উত্যক্তকারীরা তার বাবাকে মারপিটের ভয়-ভীতি দেখায়। এমতাবস্থায় বাবা ইয়াছিন আলী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে বিচার চাওয়ার জন্য গতকাল সোমবার দুপুরে বাইসাইকেল যোগে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মাদলা তিনমাথা এলাকায় চাতালের সামনে রাস্তার উপর মাথা ঘুরে পড়ে যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আলীকে মৃত ঘোষনা করেন। ইয়াছিন আলী হৃদরোগী ছিলেন। উত্যাক্তকারীদের ভয়-ভীতির কারণেই তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান জানিয়েছেন, অভিযোগ হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।