সোনাতলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

347

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেছেনে,পুলিশি সেবা শতভাগ নিশ্চিত করতে পুলিশ ও জনগনের মধ্যে পারস্পাশিক সহযোগিতার সেতুবন্ধন তৈরি করতে হবে। তাই সমাজের সৎ নিষ্টাবান ও ভালো মানুষদেরকে কমিউনিপি পুলিশিংয়ের সাথে যুক্ত হতে হবে। ২২ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোনাতলা থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা প্রধান অতিথির বক্তব্যে উপরিল্লিখিত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুল্লা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত। থানা এসআই আব্দুল গফুরের সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহিদুল বারী খান রব্বানী ও বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন বুলু। এ সময় থানা তদন্ত ইন্সপেক্টর কামাল হোসেন,এসআই শহিদুল ইসলাম শহিদ সহ এলাকার সকল শ্রেণি-পেষার লোক উপস্থিত ছিলেন।