পুলিশ কনস্টেবলে স্বচ্ছতার সহিত নিয়োগে দুপচাঁচিয়া থানা পুলিশের সচেতনতামূলক প্রচারণা

261

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির,দুপচাঁচিয়া(বগুড়া)থেকে ঃ
জনগনের সেবা করতে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে স্বচ্ছতার সহিত নিয়োগে দুপচাঁচিয়া থানা পুলিশের সচেতনতামূলক প্রচারনা।বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগে চাকুরি প্রার্থীদের ও অভিভাবকদের করণীয় বিষয়ে বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বিলবোর্ড স্থাপন ও চিত্র প্রদশর্ন এবং মাইকিং করছে। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছেন।জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-বার এর নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ(ওসির) উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করেন ও.সি দুপচাঁচিয়া হাসান আলী।’চাকুরী নয় সেবা’ এই লক্ষ্য নিয়ে সারাদেশে ৬ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যো গ্রহন করেছেন সরকার।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাগড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম(বার) কর্তৃক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা করার জন্য দেশব্যাপী সংবাদ সম্মেলন, লিফলেট ডিবতরন, সচেতনতামূলক প্রচারণা,বিলবোর্ড স্থাপনের ব্যবস্থা গহন করেছেন।এই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় থানা ওসির পদক্ষেপ তার নের্তৃত্বে পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ এবং গুরুত্বপূর্ন এলাকায় গিয়ে চাকুরি প্রার্থী সহ অভিভাবকদের সচেতন করছেন কাউকে কোন টাকা না দেওয়ার জন্য।থানা স্ব-স্ব ইউনিয়নের বিট অফিসারদের নিদের্শ প্রদান করা হয়েছে যে,এই নিয়োগে কোন প্রার্থী প্রতারনা বা প্রতারকের খপ্পরে টাকা দিয়ে চাকুরি নেওয়ার প্রলোভনে না পরে জন্য থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনে প্রচারনা করছেন বলে জানায় সেই সাথে অভিভাবকদের দালালদের হাত থেকে বাঁচতে পরামর্শের জন্য ওসির সাথে এবং পুলিম কন্ট্রোল রুম-০১৩২০১২৭৪৯৮,ওসি-দুপচাঁচিয়া-০১৩২০-১২৬৭৪৭ অথবা ৯৯৯ এ ফোন করার জন্য জানিয়েছেন।