বগুড়ায় তথ্য অধিকার দিবস উপলক্ষে সুজন এর সভায় এসপি সুদীপ কুমার

219

মুহাম্মাদ আবু মুসা

আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস/২১ উপলক্ষে গতকাল সোমবার সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির উদ্যোগে শহরের নবাববাড়ী টিএমএসএম মহিলা মার্কেট কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি হাফিজুর রহমান মন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া সমন্বিত দূর্নীতি দমন (দুদক) এর উপ-পরিচালক মনিরুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার কবির উদ্দিন, সোনাতলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সুজন এর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লেবু, সাংবাদিক আল আমিন মন্ডল। সংগঠনের জেলা জেলা সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন ও যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন বগুড়ায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সহ-সভাপতি মাহমুদা খানম, সাধারণ সম্পাদক মঞ্জুরী ইসলাম, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা ও উপজেলা কমিটির সেলিম রেজা সানু, মনোয়ারা বেগম শিল্পী, নাসরিন পান্না, শাকিল আহম্মেদ চৌধুরী রনি, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবুর রহমান চপল, শফিকুর রহমান, সাজেদুর রহমান মোহন, মুহাম্মাদ আবু মুসা, মাসুম মিয়া, আব্দুস ছাত্তার, আব্দুল ওয়াদুদ, সাজেদুর রহমান সবুজ, আনিছুর রহমান, নুর হাবিব, রেজাউল করিম রেজা, ইউনুছ উদ্দীন,শফিউল আলম শিবলু প্রমূখ। সভা শেষে করোনায় বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা স্বারক প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। পরে সম্মাননা স্বারকপ্রাপ্তরা অতিথিবৃন্দ’র সাথে ফটো সেশন করেন।