বগুড়া সদরের রহমতবালা গ্রামে মুলা চুরির মিথ্যা অপবাদে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

150

স্টাফ রিপোর্টার: বুধবার বিকালে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামবাসীর আয়োজনে, গত ২৭ সেপ্টেম্বর মুলা চুরির মিথ্যা অপবাদে রহমতবালা গ্রামের কলিমুদ্দিনের পুত্র রানাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার প্রতিবাদে গ্রামের শত শত নারী পুরুষের সমন্বয়ে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে কলিমুদ্দিনের পুত্র আহত রানার বড় ভাই শাহিন বলেন, গত ২৭ সেপ্টেম্বর মিথ্যা মুলা চুরির ঘটনায় এক গ্রাম্য শালিশের আয়োজন করা হয়, সে শালিশে আমার ছোট ভাই রানাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ আপেল মাহমুদ ও তার লোকজন রানাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। আমরা তাকে মূমুর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।। তিনি আরও বলেন বিষয়টি নিয়ে বগুড়া সদর থানায় ১ / ইঞ্জিঃ আপেল মাহমুদ(৪৫)পিতা, আঃ বারী, ২/ আমিনুল ইসলাম(৩৫), পিতা খেরু প্রাং, ৩/ নজরুল ইসলাম বাবু(৩৫), পিতা সোনা মিয়া, সর্ব সা্ং লাহিড়ীপাড়া , ৪/ আব্দুল মোমিন (৩৫), পিতা আঃ সাত্তার, সাং সাতশিমুলিয়া, সরদার পাড়া, সর্ব থানা ও জেলা বগুড়াগণ সহ অজ্ঞাত ১৫/২০ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে শাহিন উল্লেখ করেন বিবাদী গণ শালিশের নামে আমার ভাইকে মারপিট করে বাড়ীতে অনধিকার প্রবেশ করে বাড়ীর আসবাব ভাংচুর করে, গরু বিক্রির নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা, শোকেসের ড্রোয়ার ভেংগে ১৫ হাজার টাকা তারা নিয়ে যায় এবং প্রায় ৮৫ হাজার টাকার আসবাবপত্র ক্ষতি সাধন করে। আমরা এখন তাদের ভয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানাচ্ছি। মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রায়হান, ঠান্ডা মিয়া, নুর ইসলাম, পারভেজ, নওয়াব আলী, নুর আলম, মোজাহার, গোলাপী বেগম, শিমু, মনি, জরিনা, জেমি, রাজেনা, সম্পা, মনেজা সহ অত্র গ্রামের শত শত নারী পুরুষ।