বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদপত্র পেলেন নন্দীগ্রামের সাংবাদিক দেলোয়ার হোসেন

214

স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাব সহ-সাংগঠনিক সম্পাদক ও আরজেএফ নন্দীগ্রাম উপজেলা শাখার-সাংগঠনিক সম্পাদক,জাতীয় দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদপত্র পেল।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সারা দেশের বাছাইকৃত সাংবাদিককে নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ২৯ শে সেপ্টেম্বর বুধবার প্রেস কাউন্সিল আইন, আচরণ ও বিধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তথ্য অধিকার আইন ২০১৯ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএফইউজে সাবেক সভাপতি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মনজুরুল আহসান বুলবুল।বক্তব্য রাখেন, বিএফইউজে সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা । প্রশিক্ষণ শেষে মনজুরুল আহসান বুলবুল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।মনজুরুল আহসান বুলবুল বলেন,সাংবাদিকদের মানোন্নয়ন ও অধিকার রক্ষার জন্য প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। এরই মধ্যে সারা দেশে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দেশের প্রচলিত আইন এবং তথ্য অধিকার আইন ২০১৯ সম্পর্কে সাংবাদিকদের জানাচ্ছে। আমরা যদি সবাই দেশের আইন মেনে চলি তাহলে কোথাও কোনো সাংবাদিক নির্যাতিত হবে না।’তিনি সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সারা বাংলাদেশের বিভিন্ন পত্রিকা বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।