বগুড়া সদরের বাঘোপাড়ায় পূর্ব শত্রুতার জেরে নার্সারীর ৬ হাজার আম চারা গাছ কর্তন

148

সোহাগ মাহবুব স্টাফ রিপোর্টার: বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া মধ্যেপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের রবিবার দিবাগত রাতে খান নার্সারীর প্রায় ৬ হাজার আম চারা গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। নার্সারীর মালিক বদরুল আলম খান (মুকুল) জানান, প্রায় ২ বছর পূর্বে ১২ শতক জমি লিজ নিয়ে তার উপর একটি আম চারার নার্সারী তৈরি করেন। পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে তার নার্সারীতে ঢুকে প্রায় ৬ হাজার গাছ কেটে ফেলে দুর্বত্তরা। এতে করে প্রায় ৬ লক্ষাধি টাকার ক্ষতি সাধন হয় বলে জানান।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নার্সারী মালিক সোমবার সকাল ১১টায় তার নার্সারীতে চারা তোলার জন্য গেলে দেখেন তার নার্সারীর আম চারা গাছ কে বা কারা কর্তন করছে। তিনি আরো বলেন আমার বসত বাড়ি থেকে একটু দূরে ১২শতক জমির উপরে তিনি উন্নত মানের বাড়ী ১১বেনানা, গৌরমতী বাড়ী ৪ আম চারা রোপন করেন। কিন্তুু রাতে আধারে সব আম চারা গাছ দুর্বত্তরা
নষ্ট করে ফেলেছেন। এ বিষয়ে সদর থানায় অভিযোগ দায়েরের পুস্তুতি চলছে বলে জানান।