শেরপুরে রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

182

মোঃ জাকির হোসেন শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সনাতন ধর্মীয় সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে বগুড়ার শেরপুরে মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি শহরের ঘোষপাড়ায় রাধা গোবিন্দ মন্দির ও পূজামন্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশন, রাজশাহীর সহকারি হাইকমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটি।

এ সময় তাকে মন্দির কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা,শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম, নন্দীগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার রাজিবুর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, শেরপুর রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নিমাই ঘোষ প্রমুখ।