সারিয়াকান্দিতে ইউপি সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

636

শিবলী সরকার,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিলনপুরের ইউপি সদস্য সাজাহান কাজী(৪৮) এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঐ ইউনিয়নের বাসিন্দারা। ১৭ই অক্টোবর ২০২১ রবিবার সকালে উপজেলার দেবডাঙ্গা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঐ ইউপি সদস্য বলেন, আমার বিরুদ্ধে প্রতিহিংসা করে এই মিথ্যা ও বানোয়াট মামলা করেছেন আমার একজন প্রতিদন্দি। একটি পারিবারিক কলোহের জেরে ঘটে যাওয়া ঘটনায় আমাকে উদ্যেশ্য প্রনোদিত ভাবে জরানো হয়েছে। আমি এই ঘটনার সাথে কোন ভাবেই জরিত নই। আগামি নির্বাচনে আমাকে প্রতিহত করতেই আমাকে আসামী করা হয়েছে। আমি তদন্তকারী সংস্থার কাছে অনুরোধ জানাবো যে এই মামলার সঠিকভাবে তদন্ত করা হউক। উল্যেক্ষ গত ২২শে সেপ্টেম্বর বুধবার রাতে ঐ ইউনিয়নের মিলনপুর গ্রামের মরহুম ফজর আলীর ছেলে সরুজ আলী(৪৫) এর সাথে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে একই এলাকার মুনছের খাঁর ছেলে শাহাজামালের সাথে হাতাহাতি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ্যের লোকজন আহত হয়ে সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নেন। পরে ২৬শে সেপ্টেম্বর রবিবার সকালে সরুজ আলী বাদী হয়ে ইউপি সদস্য সাজাহান কাজী সহ ঐ গ্রামের মোট ১১জন কে আসামী করে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করে। মানববন্ধনে বাদীর ভাই নজির প্রামানিক(৬৮) বলেন, সাজাহান মেম্বার এই মারামারির সাথে জরিত ছিলো না।