দুপচাঁচিয়ায় ’শেখ রাসেলের’ ৫৮ তম জন্মদিনে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

217

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ’শেখ রাসেলের’ ৫৮তম জন্মদিনে উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ’শেখ রাসেল’ স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালে এইদিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন।

১৮(অক্টোবর) সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ’শেখ রাসেলের জন্মদিন’ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবু তাহির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রুপা,সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত,পৌরসভার ১নং প্যানেল মেয়র মোঃ ইদ্রিস আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান ও সাধারন সম্পাদক এমদাদুল হক এমদাদ ,যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম মহলদার ,
এরপর দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ এবং সহযোগী সংগঠনের উপস্থিতি সদস্য বৃন্দ শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া শেষে শিশুদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

এছাড়াও তালোড়া পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে তালোড়া পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ আমিরুল ইসলাম বকুল এর উদ্যোগে শেখরাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন তালোড়া পৌর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর,পৌর কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।