সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের শাস্তির দাবীতে বগুড়ায় সুজনের মানববন্ধন

252

মুহাম্মাদ আবু মুসা

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল শনিবার বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

সুজনের জেলা কমিটির সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে¡ বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সন্বয়কারী আছির উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সাইন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লেবু, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, শফিকুর রহমান, মাহবুবুর রহমান চপল, তানভির হোসেন, কানিজ ফাতেমা, রঞ্জনা বেগম, গাবতলী উপজেলা কমিটির উপদেষ্ঠা প্রভাষক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, কাহালু উপজেলা সভাপতি আঃ সাত্তার, শাজাহানপুর উপজেলা সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, নন্দিগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, সুজনের গাবতলী উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, সদস্য প্রভাষক কান্তি কুমার রায় ছাড়াও মেজবাউল আলম, শফিউল আলম শিবলু, হাফিজার রহমান, রফিকুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার দুর্বলতার কারনে সাম্প্রদায়িক সহিংসতা’র ঘটনা ঘটেছে। তাই দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।