ইউএনও’র নিদের্শে তদন্ত কমিটি

গাবতলীতে শিক্ষক কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানী’র অভিযোগ

393

মুহাম্মাদ আবু মুসা

বগুড়ার গাবতলীতে আমিনুল ইসলাম নামের এক স্কুল প্রধান শিক্ষক কর্তৃক ৫ম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানী করার গুরুত্বর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাপা ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান এর নিদের্শে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে এলাকার অনেকের সহযোগিতা নিয়ে জনতার রোষানলে থেকে ওই শিক্ষককে উদ্ধার করেছেন। এমন ধরনের ঘটনা ঘটেছে গতকাল সোমবার উপজেলার নেপালতলী ইউনিয়নের শালুকগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, শালুকগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম তার বিদ্যালয়ের ৫ম শ্রেনীর কয়েকজন ছাত্রীকে স্কুল খোলার আগে সকাল বেলা প্রাইভেট পড়াতো। এর ধারাবাহিকতায় গতকাল সোমবারও তাদেরকে প্রাইভেট পড়াতে ছিল। পরে অন্যান্য ছাত্রী চলে গেলে এক ছাত্রীর শরীরে বা হাত ধরে ওই প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। এ ঘটনার পর ওই ছাত্রী পড়ার রুম থেকে বের হয়ে গিয়ে অন্যান্যদের জানালে তাৎক্ষনি উত্তেজনার সৃষ্টি হয় এবং স্থানীয় জনগনের রোষানলে পড়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। এলাকাবাসি জানান, আমিনুল ইসলাম এর আগে বুরুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী করাকালিন এ ধরনের ঘটনা ঘটিয়ে ছিল। এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ এরর সাথে কথা বললে তিনি জানান, আপাতত শিক্ষক আমিনুল ইসলামকে কর্ম থেকে বিরত রাখা হয়েছে। পরে তদন্ত করে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান জানান, ঘটনাটি আমি জানার পর পরই উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত কমিটি করে যথাযথভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাদেমুল ইসলাম ও অপর গ্রুপের সভাপতি হাসানুজ্জামান রতন জানান ঘটনাটি আমরা শুনেছি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ খতিয়ে ব্যবস্থা নেবেন। শালুকগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও তার পক্ষের লোকজন বলেছেন ঘটনাটি সাজানো এবং ষড়যন্ত্রমূলক।