জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বগুড়ায় সুজন এর নাগরিক সংলাপ

156

মুহাম্মাদ আবু মুসা

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে মঙ্গলবার সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির উদ্যোগে বগুড়া পৌরসভা মিলনায়তনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি হাফিজুর রহমান মন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া দুদক এর উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার কবির উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ, শিরিন আক্তার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে মুল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সন্বয়কারী আছির উদ্দিন। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ আছালত উল্লাহ, পৌর কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ফারুক সাখিনা শিখা, মঞ্জুয়ারা খাতুন, পৌরসভার সচিব রেজাউল করিম, সমাজসেবক মোস্তাফিজার রহমান মোস্তাফিজ, জেলা সুজন এর নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাসরিন পান্না। অন্যান্য মধ্যে ছিলেন পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ার, এনামুল হক সুমন, আল মামুন, রফিকুল ইসলাম, রাজু হোসেন পাইকাড়, রোস্তম আলী, রুহুল কুদ্দুস ডিলু, জোবাইদা বেগম, হোসনে আরা হাসি, মুক্তি বেগম, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা ও উপজেলা কমিটির সেলিম রেজা সানু, মমিনুর রশিদ সাইন, সাইফুল ইসলাম লেবু, রফিকুল ইসলাম, শফিকুর রহমান, কানিজ ফাতেমা, সাজেদুর রহমান মোহন, মুহাম্মাদ আবু মুসা, আঃ সাত্তার, সাজেদুর রহমান সবুজ, আনিছুর রহমান, আল আমিন মন্ডল, মিজানুর রহমান, আঃ রহমান, ইউনুছ উদ্দিন, রেজাউল করিম রেজা, শফিউল আলম শিবলু প্রমূখ। নাগরিক সংলাপে বক্তাগণ বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিকদল, সংবাদকর্মী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। বক্তাগণ আরো বলেন, আমাদের অভিভাবকদের আরো সচেতন হয়ে পরিবার ও নতুন প্রজন্ম অর্থাৎ শিশু থেকেই শুদ্ধাচার করতে হবে এবং সার্বিক ক্ষেত্রে জবাব দিহিতা নিশ্চিত হতে হবে।