কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেলেন গাবতলী মডেল থানার ওসি লতিফুল

140

মুহাম্মাদ আবু মুসা

ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেয়েছেন বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। (৭নভেম্বর/২১) রবিবার বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স অডিটরিয়ামে মাসিক কল্যাণ সভায় তাঁকে এই সম্মাননা স্বারক প্রদান করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্তকর্তারাও উপস্থিত ছিলেন। জানা গেছে, তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে বিশেষ অবদান রাখায় অর্থাৎ কাজের স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা পেয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। ইতিপূর্বেও তিনি কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কৃত হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, চলতি বছরের ২৩ফ্রেরুয়ারী সন্ধ্যায় গাবতলী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জিয়া লতিফুল ইসলাম যোগদান করেন। এর আগে তিনি জেলার শাজাহানপুর ও কাহালু থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। জিয়া লতিফুল ইসলাম ১৯৯২ সালে সরাসরি এসআই পদে চাকুরীতে যোগদান করে কর্মদক্ষতায় তিনি ২০০৭সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে প্রথমে ঢাকায় পরে ২০০৮সালের শেষের দিকে বগুড়ার সোনাতলা থানায় ইন্সপেক্টর (ওসি) হিসেবে যোগদান করেন। এর পর তিনি ইন্সপেক্টর হিসেবে বিভিন্নস্থানে দায়িত্ব পালন করেছেন। ওসি জিয়া লতিফুল ইসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খলিলপুর গ্রামের মুসলিম সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুইজন কন্যা সন্তানের জনক। থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল জানান, গাবতলী মডেল থানাকে মডেল হিসেবেই গড়ে তুলতে চাই। তিনি আরো জানান, সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম স্যারের দিক নির্দেশনায় এবং সকলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে, মাদকসহ সকল অপরাধ নিমূর্ল করার জন্য চেষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।