সোনাতলা পৌর মেয়রের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

167

স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। নান্নু জনগনের ভোটে নির্বাচিত হওয়ার পর শপথ নিতে না পারে সেজন্য প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে সংঘাত করে মিথ্যা মামলা দায়ের করেছে শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন নান্নুর বড় ভাই আবুল কালাম আজাদ পুটু।
তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলম নান্নু বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে নবনির্বাচিত মেয়রকে হত্যার চেস্টা করে। এই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বরে দলবন্ধ হয়ে কুখ্যাত সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে নবনির্বাচিত মেয়র ও তার সাথে থাকা সঙ্গীদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়েছে। এ অবস্থায় স্থানীয় জনতা ও মেয়রের সাথে থাকা সঙ্গীদের চিৎকারের সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় উদর পিন্ডি বুধের ঘাড়ে চাপানোর জন্য সন্ত্রাসী নবীন আনোয়ার কমরেড বাদী হয়ে মেয়রকে প্রধান অভিযুক্ত করে ৩০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। অথচ কমরেডের বাসার সামনে তিনটি সিসি ক্যামেরা লাগানো আছে, সেই তিনটি সিবি ক্যামেরা মামলায় উল্লেখ থাকলেও বিপরীতমুখি ১টি সিসি ক্যামেরায় ধারনকৃত ফুটেজ তাদের ফেজবুকে পোষ্ট করা হয়েছে। এতে প্রমানিত হয় তাদের মামলা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। উক্ত মিথ্যা মামলায় আমার সহদর ছোট ভাই নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নু বর্তমানে জেলহাজতে আটক আছে। অবিলম্বরে মেয়র নান্নুর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।