বগুড়া সরকারি কলেজের এইচএসসি’২১ ব্যাচের বিদায় সংবর্ধনা

156

প্রেস বিজ্ঞপ্তি

মঙ্গলবার দুপুরে বগুড়া সরকারি কলেজের এইচএসসি’২১ (স্মরণার্হ’২১) ব্যাচের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নূর নবী। শহর ছাত্রলীগ নেতা ইমন চেখ নাসেরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। এসময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি শিবলু শেখ, জেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম, রাহিমুল ইসলাম জীম, মনিরুজ্জামান সাব্বির, সাগর, সোহেল, সারজেল সহ সরকারি কলেজের বিদয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সাথে বদলে যাচ্ছে শিক্ষা পদ্ধতি। সকলকে সঠিক শিক্ষা গ্রহন করতে হবে। শিক্ষা গ্রহন শেষে দেশ ও জাতির উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে হবে। আজ যারা বিদায় নিয়ে আগামী দিনে পরীক্ষা অংশ নিবে, তারা নিজেদের সেরাটা দিয়ে পরীক্ষার খাতায় লিখে আসবে। পরীক্ষার পর তোমাদের সামনে সাগরে সাতার কাটার মত অবস্থা তৈরি হবে। শুরু হবে ভর্তিযুদ্ধ। তোমাদেরকে নিজের লক্ষ্য ঠিক করে সামনে এগিয়ে যেতে হবে। সারাদেশে নামকরা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়দশোনা করবে। তোমরা সেখানে সেরা হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জল হয়ে উঠবে। তোমাদের দেখানো পথে এগিয়ে যাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা। তোমরা আগামী দিনে নেতৃত্ব দিবে দেশের শীর্ষস্থানীয় পদে। তাই সকলকে সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান অতিথিরা।