সোনাতলায় ৪ নেতার হামলাকারীদের বিচারের দাবীতে কৃষকলীগের বিক্ষোভ সমাবেশ

338

নুরে আলম সিদ্দিকী সবুজ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ১৮ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষকলীগের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মিনহাদুজ্জামান লীটন সহ ৪ জন দলীয় নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ৪টায় দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু লায়েছ হোসেন নাহিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিন, পাকুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার রহমান টিটো, সাধারণ সম্পাদক মানিক সরকার, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, তেকানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার, বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, আব্দুল মতিন, ফিদা হাসান খান টিটো, মাহফুজুল হক শিপলু, শামীম রাব্বী, ছাত্রলীগ নেতা সুজন চন্দ্র ঘোষ প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ৩ নভেম্বর ২০২১ তারিখে সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মিনহাদুজ্জামান লীটন উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মামুনুর রশিদ সোহেল, পৌর যুবলীগের আহবায়ক নাহিদ হাসান জিতু ও যুবলীগ নেতা উৎপল চন্দ্র রায়ের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।