বর্ণাঢ্য আয়োজনে দৈনিক দৃষ্টি প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

269

মোঃ জাকির হোসেনঃশেরপুর (বগুড়া) প্রতিনিধি

সাহসের ৪র্থ বছর শিরোনামে গনমানুষের পত্রিকা দৈনিক দৃষ্টি প্রতিদিনের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বগুড়ার শেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক দৃষ্টি প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ৪টায় শেরপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রশিক্ষন কক্ষে দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার সহকারী সম্পাদক দ্বীন মোহাম্মদ সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম। সভাপতিত্ব করেন দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং দৈনিক সকালের সময় এর শেরপুর প্রতিনিধি জিয়াউদ্দিন লিটন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ জনপ্রশাসন পদক, দীপ্ত কৃষি এওয়ার্ড প্রাপ্ত, উদ্যোক্তাঃস্বপ্ন ছোঁয়ার সিঁড়ি মডেল, মোঃ রায়হান পিএএ ,প্রণিসম্পদ কর্মকর্তা, শেরপুর,বগুড়া,মোঃ গাউছুর আলম আলাল, শেরপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, মোছাঃ সানজিদা হক শেরপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাম্মি আহমেদ, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ, শহিদুল ইসলাম শাওন, সভাপতি শেরপুর উপজেলা অনলাইন প্রেসক্লাব, আব্দুস সালাম মীর, স্টাফ রিপোর্টার দুপচাচিয়া, আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, আবু রায়হান স্টাফ রিপোর্টার, তাজুল ইসলাম স্টাফ রিপোর্টার। আরো উপস্থিত ছিলেন
মিজানুর রহমান মিলন, শাজাহানপুর, বাধন কর্মকার কৃষন, সাখাওয়াত হোসেন জুম্মা, রঞ্জন কুমার দে,
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে দৈনিক দৃষ্টি প্রতিদিন এখন মানুষের হৃদয়ে পাঠক নন্দিত পত্রিকা হিসাবে স্থান করে নিতে সক্ষম হয়েছে। মুক্তিযুদ্ধ, এদেশের ইতিহাস-ঐতিহ্য,কৃষ্টিকালচার, কৃষি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা, অনিয়ম, সন্ত্রাস-দুর্নীতি, অর্থনীতি শিক্ষা-স্বাস্থ্য, পজেটিভ বাংলাদেশ নিয়ে বেশি বেশি রিপোর্ট করার কারণে দৈনিক দৃষ্টি প্রতিদিন এখন গণমানুষের পত্রিকা হিসাবে পরিচিতি পেয়েছে। দৈনিক দৃষ্টি প্রতিদিন অনিয়ম ও দুর্নীতির রিপোর্ট ফলাও করতে পিছপা হয় না। মরণ নেশা মাদক ইয়াবার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সফলতা ও উন্নয়ন গুরুত্ব দিয়ে প্রকাশ করছে পত্রিকাটি। আলোচনা সভা শেষে দৈনিক দৃষ্টি প্রতিদিনের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।