দুপচাঁচিয়ায় এক গাভীর জমজ বাছুর প্রসব, নাম মনি ও মুক্তা

123

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় অষ্ট্রেলিয়ার হলেষ্টেন ফিজিয়ান জাতের এক গাভীর দু’টি বাছুর প্রসব করেছে। গত ২০নভেম্বর শনিবার রাত ৯টায় এ বাছুর দু’টি প্রসব করে। প্রসব হওয়া বাছুর দু’টি বকনা। এক সঙ্গে দু’টি বোকনা বাছুর প্রসব হওয়ায় গাভীর মালিক বাছুর দু’টির নাম দিয়েছে মনি ও মুক্তা।
জানা যায়, উপজেলা পুরাতন বাজার এলাকায় আনোয়ার হোসেন এর অষ্ট্রেলিয়ার হলেষ্টেন ফিজিয়ান জাতের একটি গাভী এক সঙ্গে দু’টি বোকনা বাছুর প্রসব করে। সাধারনত গবাদি পুশুর(গাভী) একটি বাছুর প্রসব করে থাকে। কিন্তু এক সঙ্গে দু’টি বাছুর হওয়া সচরাচর দেখা যায় না।
গাভীর মালিক আনোয়ার হোসেন বলেন, বহুদিন ধরে গাভী পালন করে আসছি। কখনো এক সঙ্গে দু’টি বাছুর হওয়া দেখিনি। এই প্রথম তিনি তার বাড়ির দু’টি বাছুর হওয়া দেখলেন। এতে তিনি দারুন খুশি। তাই তিনি বাছুর দু’টি নাম দিয়েছেন মুনি ও মুক্তা।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন পারভীন জানান, স্বাভাবিকভাবে গাভী একটি বাছুর প্রসব করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে দু’টি বাছুর হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।