করোনা মোকাবেলা করে শিক্ষকদের শিক্ষার প্রসার ঘটাতে হবে- প্রফেসর ড. কামাল

117

প্রেস বিজ্ঞপ্তি

সোমবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন বলেছেন, করোনা মোকাবেলা করে শিক্ষকদের শিক্ষার প্রসার ঘটাতে হবে। ডিজিটাল বাংলাদেশে এবার করোনায় শিক্ষকরা ডিজিটালভাবে ঘর থেকে শিক্ষার্থীদের পাঠদান করেছেন অনলাইনে। যাতে কোন শিক্ষার্থী পিছিয়ে না পড়ে তার পড়াশোনা থেকে। শিক্ষকদের অনলাইন পাঠদানের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়েছে। তারপরই শিক্ষকরা তাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পেরেছেন। শ্রেণিকক্ষে পাঠদানের তুলনায় অনলাইনে একজন শিক্ষককে ডিজিটাল হয়ে পাঠদান করা অনেক কঠিন। যা আমাদের শিক্ষকরা করেছেন। এবার সকল কোমলমতি এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে পরীক্ষার আসনে বসানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে শিক্ষা বিভাগ এগিয়ে যাচ্ছে। যার ফলে কোমলমতি শিক্ষার্থীরা ভ্যাকসিন গ্রহন করে পরীক্ষায় অংশগ্রহন করবে। সময় বদলে যাচ্ছে, গবেষণার ধরণ বদলাচ্ছে। তাই সকল শিক্ষককে যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহন করতে হবে। যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহন করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলোর বিকাশ ঘটাতে হবে। পাঠ্যবইয়ের সাথে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহন নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। সেই সোনার বাংলা এখন ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। দেশের শিক্ষাক্ষেত্রে প্রসার ঘটাতে শিক্ষকদের অবদান অনেক বেশি। শিক্ষকরা তাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক শিক্ষা প্রদান করেন বলেই আগামী দিনে দেশকে এগিয়ে নিতে মেধাবী নেতৃত্ব তৈরি হয়।
মতবিনিময় সভায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেনের সহধর্মীনি প্রভাষক মনিরা পারভিন উষা, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, শিক্ষক প্রতিনিধি কলেজ শাখা শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি বিদ্যালয় শাখা আনজুয়ারা খাতুন, সিনিয়র শিক্ষক কারী মনজুরুল হক, সহকারী শিক্ষক ফেরদৌস আলম, সহকারি শিক্ষক এনামুল জাহিদ তিতাস। মতবিনিময় সভার সঞ্চালনা করেন প্রভাষক অপূর্ব কুমার মজুমদার। অত্র শিক্ষাপ্রতিষ্ঠান অস্থায়ী করোনা ভ্যাকসিন বুথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন করোনা ভ্যাকসিন বুথ পরিদর্শন করেন এবং ভ্যাকসিন গ্রহন করতে আসা কোমলমতি শিক্ষার্থীদের সাথে দিকনিদের্শনামূলক কথা বলেন।