সোনাতলায় যুবলীগের বিক্ষোভ মিছিল

239

নুরে আলম সিদ্দিকী সবুজ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন পরবর্তী নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বাহিনী ৩ নভেম্বর হামলা চালিয়ে ছুরিকাহত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটনসহ চার নেতাকর্মীকে গুরুতর আহত করার প্রতিবাদে এবং সকল হামলাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। ২২ নভেম্বর সন্ধায় উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । মিছিল শেষে রেলগেটে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফিদা হাসান খান টিটো । এ সময় পথসভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েল। এ সময় বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.মিনহাদুজ্জামান লীটনসহ উপজেলা মৎসজীবি লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুর রশিদ সোহেল, পৌর যুবলীগের আহবায়ক নাহিদ হাসান জিতু ও যুগ্ম আহবায়ক উৎপল কর্মকারের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান । যুবলীগ ছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নবীন আরোয়ার কমরেড, সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রচারসম্পাদক ও কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক রবিউল খান, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাজাহান আলী খন্দকার, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মানিক সরকার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।