বগুড়ার সারিয়াকান্দিতে অসহায় কৃষকের পাশে উপজেলা ছাত্রদল

507

শিবলী সরকার, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে এক অসহায় কৃষকের ধানকাটা কাজে সহায়তা করে পাশে দাড়িয়েছেন উপজেলা ছাত্রদল এর সভাপতি সহ বেশ কিছু নেতাকর্মী। ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার সকালে উপজেলার নারচী ইউনিয়নের দুর্গম এলাকা চর হরিনা গ্রামের অসহায় দরিদ্র কৃষক মোঃ সঞ্জু রহমানের প্রায় ২ বিঘা জমির ধান কেটে ঘড়ে তুলেদেন তারা। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, ছাত্রদল নেতা মাফিউল ইসলাম জিহাদ,,আরিফুল ইসলাম,,পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশরফুল ইসলাম রিপন সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে ছাত্রনেতা নজরুল ইসলাম প্রতিবেদক কে বলেন, যেখানেই মানবিক বিপর্যয় হবে সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থাকবে ইনশাল্লাহ। ঐ কৃষকের জমির ধান কাটার উপযোগী হওয়া শর্তেও আর্থিক অনটনের কারনে ধান কেটে ঘরে তোলা সম্ভব হচ্ছিল না তার পক্ষে। বিষয়টি নারচী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের নজরে আসে এবং তারা আমাকে বিষয়টি অবগত করলে উপজেলা ছাত্রদদেলর নেতাকর্মীদের সাথে নিয়ে আজ সকাল বেলা ছুটে যাই চর হরিনা গ্রামে।সেখানে নারচি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে ধান কাটা কাজ সম্পন্ন করি এবং ধান কাটা শেষে কৃষক সঞ্জু রহমানের নিকট দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়ার আবেদন করি।