মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে -এসপি সুদীপ

181

প্রেস বিজ্ঞপ্তি

মঙ্গলবার সকালে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এইচএসসি’২১ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার পুলিশ সুপার ও অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেছেন, এবার তোমাদের পরীক্ষা হবে বিজয়ের মাস ডিসেম্বরে। বিজয়ে মাসে বিজয় হবে তোমাদের। প্রতিটি শিক্ষার্থীকে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের সকলে মিলে জাতীয় পতাকা, জাতীয় সংগীতের মান অক্ষুন্ন রাখতে যথাযথ ভুমিকা পালন করে যেতে হবে। সকল শিক্ষার্থীকে অপসংস্কৃতি থেকে দুরে থাকতে হবে। সকল শিক্ষার্থীকে প্রকৃত মূল্যবোধ তৈরি করতে হবে যাতে করে আগামীতে নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করতে পারে। শুধু ভাল লেখাপড়ার করলে হবে না, প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। প্রকৃত মানুষ হয়ে নিজ এলাকা, সমাজ, রাষ্ট্রের জন্য দিকপাল হয়ে উঠার জন্য শিক্ষা গ্রহন করতে হবে। পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেলেই হবে না, হতে মানবিক বোধ সম্পন্ন মানুষ। আমাদের আইজিপি মহোদয় বলেন-আমরা এসেছি অনেক দুর, যেতে হবে বহুদূর। আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে লালন করতে হবে। যাতে করে দেশ বিরোধিতাকারীদের শক্ত জবাব দিতে সক্ষম হতেপারি। নিজেদেও দেশপ্রেমের জাগরণ ঘটাতে হবে। তোমরা আগামীতে দেশের যেকোন ক্ষেত্রে যাবে, সেখানে দেশের জন্য কাজ করতে হবে। তাহলে এই বিদ্যাপীঠের শিক্ষাগ্রহনের উদ্দেশ্য সফল হবে। তোমরা এই বিদ্যাপীঠে মনুষ্যত্ব, মানবিকতা, অনুশাসন পেয়েছো যা দিয়ে তোমরা নিজেদের আলোকিত করবে। নিজের ভিতর অনুভব করতে হবে, নিজের দীপশিখায় আলোড়িত করতে হবে। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করতে হবে জ্ঞানের প্রদীপে। তাই সবার আগে প্রকৃত মানুষ হতে হবে। এই পবিত্র বিদ্যাপ্রাঙ্গণের মান রাখতে হবে। নিজেদের সর্বোচ্চ দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় নিজেদের সেরাটা দিতে হবে। তাহলে এই শিক্ষাপ্রতিষ্ঠান সেরা হয়ে উঠবে। তোমার এই বিদায় সুখকর হয়ে উঠুক, এই বিদ্যাপীঠের সাথে আত্মিক সম্পর্ক থাকুক আজীবন। নিজেদের মাঝে ইতিহাস ঐতিহ্য লালন করে সৃজনশীলতার চর্চা করতে হবে। কোন নগ্নতা, অশ্লীলতাকে প্রশ্রয় দেয়া যাবে না। আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে। এই প্রতিষ্ঠানের সকলে যেন তোমাদের নিয়ে আগামীতে গর্ববোধ করতে পারে। তোমাদের পূর্বসুরীদের দেখানো সুপথের দিকে এগিয়ে যাচ্ছো, তেমনি তোমাদের দেখানো পথে অনুজরা এগিয়ে যায় সেভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাবে। নিজেকে গড়ে তুলতে হবে। এতে করে পরিবারের, শিক্ষা প্রতিষ্ঠানে, সমাজের, তথা রাষ্ট্রের মুখ উজ্জল হবে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে এইচএসসি’২১ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বিদ্যালয়ের গভর্নিং কমিটির সদস্য ডাঃ মোঃ শাজাহান আলী, সাইরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, শিক্ষক প্রতিনিধি কলেজ শাখা প্রভাষক শহীদুল ইসলাম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক আনজুয়ারা খাতুন, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম, কলেজ ইনচার্জ প্রভাষক আবুল বাসার, স্কুল ইনচার্জ ফুলবর রহমান। প্রভাষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফরম শিক্ষক মানবিক শাখার প্রভাষক জিনাত তানজিনা, বিজ্ঞান শাখার প্রভাষক শাহরিন জাহান, ব্যবসায় শিক্ষা শাখার প্রভাষক কামরুন্নাহান বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ফজলে রাব্বি, পবিত্র গীতাপাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সমাপ্তি মন্ডল, বিদায়ী শিক্ষার্থীদেও উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নাজমুস সাকিব। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষথেকে স্মৃতিচারণ করেন দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী রিফাত তামান্না হৃদি ও একাদশ শ্রেণির পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইশতিয়াক আহম্মেদ। অনুষ্ঠানে দেশজাতি ও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন প্রভাষক মোস্তাকিম হোসাইন।