শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী সাজুর পাশে দাঁড়ালেন নিসচা নেতৃবৃন্দ

119

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী এক ভ্যান চালকের পাশে দাঁড়িয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলার শাখার নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে উপজেলার আটমূল গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন সাকিদারের পুত্র ভ্যান চালক সাজু মিয়া সাকিদারের(৩৬) জরাজীর্ণ বাড়িতে গিয়ে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা এমপি পুত্র হুসাইন শরিফ সঞ্চয়ের আহ্বানে নিসচা নেতৃবৃন্দ তার সার্বিক খোঁজ খবর নেন।

এসময় নেতৃবৃন্দ আগামী পহেলা ডিসেম্বর নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সাজুর পরিবারের কর্মসংস্থানের বিষয়টি অবগত করেন।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম রবি, দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক ছাইফুল ইসলাম, ভাইয়েরপুকুর সিএনজি স্ট্যান্ডের সভাপতি কামরুল ইসলাম প্রমূখ।

প্রসঙ্গতঃ গত ১৬ অক্টোবর রবিবার মাগরিবের নামাজের পর আটমূল বাজার থেকে ভ্যান নিয়ে আসার সময় সাজু নান্দুরা রাস্তার মোড়ে দূর্ঘটনায় পতিত হন। এসময় তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।বর্তমান সে বিছানায় পড়ে আছেন। তার ১০ বছরে বয়সের একজন পুত্র সন্তান আছে।