বগুড়ার সারিয়াকান্দিতে স্কুলের মাঠে বাজার বসিয়ে শিক্ষার মান ও পরিবেশ নষ্ট

537

শিবলী সরকার, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলা উচ্চবিদ্যালয়ের মাঠে বাজার বসিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। জান যায়, সপ্তাহে দুইদিন হাটবার থাকায় ঐ বিদ্যালয় মাঠে প্রচুর দোকানপাট ও জনসমাগম হয়। এতে করে শিক্ষার্থীদের পরাশুনা সহ বিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হয়। একই মাঠকে ঘিরে একটি হাইস্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয়ে থাকায় চরম বিপাকে পরেছে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। দীর্ঘদিন যাবত এহেন অন্যায় কর্মকাণ্ড চালিয়ে আসছেন কিছু অসাধু ব্যাক্তি। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেহ কথা বলেন না। হাটের ইজারাদার কমিটি বিষয়টি জেনে বুঝে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে জানিয়েছেন অভিভাবকেরা। এই ব্যাপারে কড়িতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, এই বিষয়ে অনেক বার হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাতে লাভ হয়নি। এই বাজার বসানোর জন্য মাঠ নোংরা হয়ে থাকে। এছাড়াও পরাশুনার পরিবেশ নষ্ট হয়। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হয়। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো যাতেকরে উনারা এই বাজার না বসানোর জন্য যথাযথ ব্যাবস্থা গ্রহন করেন৷ উপরোক্ত বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি বিষয়টি জানার পরে শিক্ষা অফিসের মাধ্যমে খোজ খবর নিয়েছি। এই ধরনের কাজ দুইটা বিদ্যালয়ের জন্যই ক্ষতিকর। খুব শিঘই ব্যাবস্থা নেয়া হবে।