মেধাবী ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পাঠদান অব‍্যাহত থাকবে : যুবলীগ নেতা ইনোকী

167

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি এবং উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী বলেন; মেধাবী ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পাঠদান কোন ক্রমেই বন্ধ হতে পারে না। তাদের সকল ধরনের সহায়তা প্রদান করা হবে। এরা যেন আগামীতে উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। বঙ্গবন্ধুর সোনার বাংলার বির্নিমাণে সহায়ক হিসেবে পাশে দাড়াতে পারে। তাই তিনি বলেন, মেধাবী ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পাঠদান অব‍্যাহত থাকবে।

বৃহস্পতিবার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ মানিক হোসেন কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন বই তুলে দিতে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক রহেদুল ইসলাম, আবু জুবায়ের, আব্দুল মজিদ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।