সমাজের অসহায় মানুষদের জন্য সেবা করতে যিনি খুশি হন তার নাম এম পি মোশারফ হোসেন

236

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বর্তমান সমাজে গরীর দুস্থ মানুষদের দেখলে অনেক বিত্তমান মানূষ তাদেরকে ঘৃনা করে অথচ সমাজের একজন ব্যতিক্রম মানুষ কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন সমাজের অসহায় মানুষদের জন্য সেবা করতে পারলে খুব খুশি হন। এম পি মোশারফ হোসেনের ঢাকায়, বগুড়া ও নন্দীগ্রাম বাসায় কোন সমাজের অসহায় মানুষ গেলে তিনি তাদেরকে কাছে নিয়ে তাদের সমস্যার কথা শুনেন নিজে হাতে তাদেরকে খাওয়া দাওয়া করান এবং সাধ্যমত তাদের আর্থিক সহযোগীতা প্রদান করেন। কাহালু-নন্দীগ্রাম এলাকার অসহায় মানুষ ঢাকা ও বগুড়ার হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হলে সংবাদ পেয়ে তিনি সেই হাসপাতাল ও ক্লিনিকে ছুটে যান এবং তাদের খোঁজ খবর নেন। ঢাকার নিউরো হাসপাতালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের পাইককুড়ি গ্রামের আলিমুদ্দিনের স্ত্রী আলতাফুন্নেছা অপারেশন এর জন্য ভর্তি হন। সংবাদ পেয়ে এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার নিউরো হাসপাতালে গিয়ে আলতাফুন্নেছার খোঁজ খবর নেন এবং তার পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান করেন তিনি।