চলনবিলের মাঠে এখন সরিষা ফুলের সমারোহ

199

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ চলনবিলের বিভিন্ন মাঠে সরিষার ফুলে ছেয়ে গেছে। প্রতিটি মাঠে সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। চলতি বছরে বিরূপ আবহাওয়া উপেক্ষা করেও কৃষকরা সরিষা আবাদ করেছেন। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষক ও উপজেলা কৃষি বিভাগ। এ বছর চলনবিলাঞ্চলের চাটমোহর, ভাঙ্গুড়া, নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জের তাড়াশ ও উল্লাপাড়া উপজেলায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে সরিষার। সরেজমিনে চলনবিল এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে সরিষা গাছগুলো। মাঠে জুড়ে সরিষা ফুল। আর অল্প কয়েকদিনের মধ্যেই কৃষকের ঘরে উঠবে সরিষা। একসময় চলনবিলের কৃষকরা শুধু ইরি-বোরো এক ফসলি আবাদ করে হাজার হাজার হেক্টর জমি পতিত রাখত। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে এ অঞ্চলের কৃষকদেরও বুদ্ধির বিকাশ ঘটেছে এবং সরকারিভাবে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও কম খরচ ও পরিশ্রমে বেশি মুনাফা আসায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা। তাই তারা ইরি-বোরো, আমন, ভুট্টা, বিনাহালে রসুন চাষ ও তরমুজের পাশাপাশি সরিষা আবাদ বাড়ছে বলে জানালেন কৃষকরা।

চলনবিল অঞ্চলের ৯টি উপজেলা মিলে প্রায় ২০ থেকে ২৫ হাজার হেক্টর জমিতে এবছর সরিষার আবাদ হয়েছে বলে জানা গেছে।