মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নান্দনিক নাট্যদলের নাটক ‘চিত্ত’ মঞ্চায়িত

111

প্রেস বিজ্ঞপ্তি

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও বগুড়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে শহরের মালতীনগর এমএস ক্লাব মাঠে নান্দনিক নাট্যদল মঞ্চায়িত করে নাটক চিত্ত। নান্দনিক নাট্যদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরীর রচনা ও নির্দেশনায় নাটক চিত্ত পরিবেশন করেন নান্দনিক নাট্যদলের শিল্পীরা। নাটকের অভিনয়ে ছিলেন জহুরুল হক বাবলু, রবিউল আলম অশ্রু, সেলিম সুলতান, প্রশান্ত রায়, শাজাহান বিল্টু, শহিদুল ইসলাম, এবিএম জিয়াউল হক বাবলা, আব্দুল লতিফ, সোহেল আহম্মেদ ও আশা। নাটক শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন নান্দনিক নাট্যদলের সভাপতি তাপস কুমার নিয়োগী ও সঞ্চালনায় ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম। নান্দনিক নাট্যদলের নাটক চিত্ত পরিবেশনের পর করতোয়া নাট্যগোষ্ঠীর শিল্পীরা নাটক বঙ্গনারীর আর্তনাদ পরিবেশন করেন। ৪ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে তিনটায় বগুড়া সদরের কৈচড় শহীদ মিনার প্রাঙ্গণে ও ১১ ডিসেম্বর শহরের পৌর এডওয়ার্ড পার্কে আবারও চিত্ত নাটকটি মঞ্চায়িত হবে।