কাহালুতে ৯ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সহ মোট ২৫ জন প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

127

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউ পি নির্বাচনের সোমবার প্রার্থীতা প্রত্যাহারের দিনে বগুড়ার কাহালুর ৮টি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ৯ জন সহ মোট ২৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ৯ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যারা প্রার্থীতা প্রত্যাহর করলেন তারা হলেন মালঞ্চা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী তাঁতীলীগ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রিপন চন্দ্র সরকার এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জোব্বার, মুরইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন খান বাবুল, নারহট্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রুবেল, পাইকড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সাত্তার, জামগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মন্টু, কালাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীম খন্দকার, মোজাফ্ফর হোসেন ও বারিকুল ইসলাম। এছাড়াও বীরকেদার ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩ জন, কালাই ইউনিয়নে ২জন, মুরইল ইউনিয়নে ১ জন, মালঞ্চা ইউনিয়নে ৫ জন, কাহালু সদর ইউনিয়নে ২ জন, জামগ্রাম ইউনিয়নে ১ জন ও পাইকড় ইউনিয়নে ১ সাধারণ সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার জিন্নাত আরা জলি এর সাথে কথা বলা হলে তিনি জানান, ৯ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ১৬ জন সাধারণ সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।