আনারস প্রতীক পেলেন নারহট্র ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুর রহিম

424

কাহালু বগুড়া প্রতিনিধি

মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ করেন কাহালু উপজেলা কৃষি অফিসার ও রিটানিং অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার। নারহট্র ইউ পি নির্বাচনে ২ জন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রহিম ও আব্দুল মোমিন আনারস মার্কার প্রতীক নেওয়ার জন্য আবেদন করেন। ২ প্রার্থীর সমঝোতা না হওয়ায় প্রকাশে লটারীর মাধ্যমে আলহাজ্ব মো. আব্দুর রহিম আনারস মার্কা পেয়েছেন। নারহট্র ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রহিম। তিনি অত্র ইউনিয়নের শিলকঁওড় গ্রামের এক সম্ভ্রান্ত্য পরিবারের জম্মগ্রহন করেন। তার পিতার নাম মৃতঃ আলহাজ্ব চাঁন মিয়া। তিনি নারহট্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। একাধিক ভোটারের সাথে কথা বলা হলে তারা জানান, আলহাজ্ব মো. আব্দুর রহিম একজন ভদ্র ও ন¤্র স্বাভাবের মানুষ। তিনি চেয়ারম্যান না হয়েও আমাদের বিপদে আপদে আমাদের পাশে দাঁড়ান। আমাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। তারা আরোও জানান, ঈদের সময় তিনি আমাদেরকে লাচ্ছা সেমাই, চিনি, গুড়োদুধ ও শাড়ি লুঙ্গি প্রদান করেন। তিনি গ্রামের মহিলাদের কোরআন শরীফ শিখানোর জন্য নিজস্ব অর্থায়নে মহিলা শিক্ষক নিয়োগ দিয়েছেন তারা বিনা পয়সায় গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা বোনদেরকে কোরআন শরীফ পড়াচ্ছেন।
কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকণীগের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি, নারহট্র ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রহিম এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আমি চেয়ারম্যান না হয়েও নারহট্র ইউনিয়নের মানুষের আপদে-বিপদে তাদের পাশে দাঁড়ায় এবং আমার সাধ্যমতে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করে। তাই আমি অত্র ইউনিয়নের জনগণকে তাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে এবারের নির্বাচনে জয়লাভ করবো ইনশাআল্লাহ। তাই একটিবার আমাকে আপনাদের সেবা করার জন্য সুযোগ দিবেন বলে আমি বিশ্বাস করি।