খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে বগুড়া জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

175

রাশেদ স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র জনাব রেজাউল করিম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব হেলালুজ্জামান তালুকদার লালু। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি, গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার জন্য আমরা দয়া দাবি করছি না এটা তার অধিকার। এ জাতি জানতে চায় খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী আপনি বিদেশে পাঠাবেন কিনা। যদি না পাঠান তাহলে আমরা আপনার পতনের আন্দোলন শুরু করবো।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান হারেজ, লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. শাহ মো. শাহজাহান আলী, আব্দুল মুহিত তালুকদার, আহসানুল হক তৈয়ব জাকির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদ-উন নবী সালাম, মীর শাহে আলম, এনামুল কাদির এনাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনি, পলিন, সাইদুজ্জামান শাকিল, শহিদুল ইসলাম বাবলু, মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান শামিম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম টুকু, আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি এ্যাড. আজগর আলী, সাধারণ সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক, এ্যাড. আব্দুল বাছেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব আকরাম হোসেন, বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, ড্যাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ইউনুছ আলী, ডা. আশিক ইকবাল মাহমুদ স্বাধীন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সুজন, সৌরভ, মহিলাদল নেত্রী নাজমা আক্তার, রনি, ছাত্রদল নেতা সন্ধান, রাকিব, রাফিউল, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিকদলের সভাপতি লিটন শেখ বাঘা, জেলা কৃষক দলের আহবায়ক আকরাম হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম, শহর বিএনপির নেতা মাহবুবুর রহমান লুলকা, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, ১২নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, এস এম মোরশেদ মিটন, আব্দুল খালেক, মুক্তার হোসেন, শফিকুল ইসলাম শফিক, রঞ্জু, খোরশেদ আলম, রাকিবুল ইসলাম শুভ। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, এবং বিভিন্ন উপজেলা ও পৌর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক যুগ্ন-আহ্বায়ক সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনের রাস্তা ও ফুটপাতে জড়ো হয়ে মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিয়ে মিছিল সহকারে এসে সমবেত হয়, সকাল থেকে সমাবেশ শুরু হয়ে দুপুর ১টায় সমাবেশ শেষ হয়।।