আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নিশ্চিত করতে হবে- আমান

146

রাশেদ স্টাফ রিপোর্টার

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মাধ্যমে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক আমানউল্লাহ আমান। বাংলাদেশ ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে রবিবার (০২জানুয়ারী) দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন অডিটোরিয়ামে জেলা ছাত্রদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের সকল বিজয় অর্জিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে মন্তব্য করে তিনি বলেন, ১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ছাত্রদের নেতৃত্বে। আজকে আবার সেই ছাত্রদের জেগে উঠতে হবে, নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, আজকে সেই নেতৃত্বকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসা নিশ্চিত করতে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে নব্বইয়ের আন্দোলনের মতো গুলি খাওয়ার জন্য ছাত্রদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এসময় তিনি সরকারের উদ্দেশে বলেন, সরকারকে বলতে চাই আর বিলম্ব করবেন না। অনতিবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন। এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় এই দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান লালু। সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট এ,কে, এম সাইফুল ইসলাম বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ম আহ্বায়ক ও বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে.এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদ-উন নবী সালাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু প্রমুখ। এসময় জেলা ছাত্রদলের ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ ও জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।।