সারিয়াকান্দিতে পৃথক ভাবে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

476

শিবলী সরকার, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছত্রলীগের সভাপতি সাধারন সম্পাদকের উদ্যোগে পৃথক ভাবে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।

এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় ও সহ-সভাপতি পার্থ শীল এর সভাপতিত্বে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, এমপি পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল । বিশেষ অতিথির বক্তব রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর মেয়র মতিউর রহমান মতি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, উপজেলা যুবলীগের সভাপতি আইয়ূব আলী তরফদার,সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাত চন্দ্র রায়, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনু, সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন মায়া প্রমুখ ।

আলোচনা সভা শেষে কেক কর্তন এবং মরহুম কৃষিবিদ আব্দুল মান্নান এমপির ১৯ ডিসেম্বর ৬৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী ও কারাগারের রোজনামচা বই বিতরণ করেন প্রধান অতিথি সাহাদারা মান্নান এমপি ।

অপরদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগরের উদ্যোগে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে।

পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগরের সভাপতিত্বে সারিয়াকান্দি কালিতলা শহর ছাত্রলীগের কার্যালয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, সারিয়াকান্দি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পলাশ আহমেদ, ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, কামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াদ মাহমুদ প্রুমুখ।

এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, আগামী দিনে পরিচ্ছন্ন রাজনীতির উদ্ভাবন হবে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ম,আব্দুর রাজ্জাকের হাত ধরে। তার হাতকে আরো শক্তিশালী করতে আমরা ছাত্রলীগ বদ্ধপরিকর। এসময় উপস্থিত নেতাকর্মীরা ম, আব্দুর রাজ্জাকের ছবি সম্বলিত ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিয়ে র‍্যালী বেরকরে সারিয়াকান্দির বিভিন্ন এলাকা প্রদক্ষেন করেন