গাবতলীতে জাকির হত্যার ঘটনায় থানায় মামলা:পরিবারের দায়িত্ব নিলেন রবিন খান

281

মুহাম্মাদ আবু মুসা

বগুড়া গাবতলীর জাগুলী ভোট কেন্দ্রে রামদার কোপে রংমিস্ত্রি জাকির হোসেন জাকির (৩০) হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী শাপলা খাতুন বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে নিহত জাকিরের পরিবার ও সন্তানদের দায়িত্ব নেয়ার ঘোষনা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মানবদরদী রফি নেওয়াজ খান রবিন। জানা গেছে, ৫জানুয়ারী বুধবার আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপজেলার ৯টি ইউনিয়নে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। কিন্তু ভোট গ্রহণ চলাকালে দুপুরে রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী স্কুল ভোট কেন্দ্রের বাইরে স্থানীয় জাগুলী গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী ডাঃ সাহিদুল ইসলাম (টিউবওয়েল মার্কা) ও ফেরদৌস হোসেন মিঠু (ফুটবল মার্কা) সমর্থকদের মধ্যে হঠাৎ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় জাগুলী গ্রামের মৃত নঈম উদ্দিন ওরফে লয়া মিয়ার ছেলে রংমিস্ত্রি জাকির হোসেন জাকির (৩০) ওই সংঘর্ষের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে ফেরদৌস হোসেন মিঠুর লোকজন জাকিরের মাথায়, ঘাড়ে ও কোমরে এলোপাতারিভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে জাকির হোসেন গুরুত্বরে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন জাকিরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রায় ১ঘন্টা পর বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জাকির হোসেনের স্ত্রী শাপলা খাতুন বাদী হয়ে গত ৬ই জানুয়ারী রাতে জাগুলী গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস হোসেন মিঠুকে প্রধান করে ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানার ওসি জিয়া লতিফুল ইসলাম হত্যা মামলা দায়ের হওয়ার বিষয়টি স্বীকার করে বলেছন, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম। তিনি আরো বলেন, মামলার অভিযুক্তদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত রয়েছে। অপর দিকে নিহত জাকিরের পরিবার ও সন্তানদের দায়িত্ব নেয়ার ঘোষনা দিয়েছেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মানবদরদী রফি নেওয়াজ খান রবিন। তিনি (রবিন) স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন,‘ নিহত জাকিরের স্ত্রীকে একটি চাকুরি দেয়ার আপ্রাণ চেস্টা করবো এবং ছেলে মেয়েদের লেখাপড়াসহ যাবতীয় খরচের দায়িত্ব নিয়ে তা পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ্।