দুপচাঁচিয়ায় মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

244

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যবিধি মেনে মার্সেল প্রেজেন্ট মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ক্যাম্পাস মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বীরকেদার ইউনিয়ন পরিষদ টিম ২-০ গেমে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগ টিমকে পরাজিত করে। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রধান অতিথি হিসাবে ট্রফি ও প্রাইজম্যানি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোঃ হাসনাত, পুলিশ পরিদশক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, আ’লীগ নেতা শাহীদুর রহমান কয়েন, শামীমা আক্তার মুক্তা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসকাবের সহসভাপতি আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সদস্য আজিজুল হক, মার্সেল ডিস্ট্রিবিউটর মেসার্স সেতু ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী ফেরদাউস আলম প্রমুখ।
#